মঙ্গলবার ৪ মার্চ ২০২৫ - ০৯:২৯
পবিত্র রমজান মাসের ৩টি অনন্য বৈশিষ্ট্য

রমজান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার মাস। তিনি এ মাসে বান্দার নেকী বহুগুণে বৃদ্ধি এবং পাপসমূহ মোচন করে দেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
شَهرُ رَمَضانَ شَهرُ اللّه عَزَّوَجَلَّ وَ هُوَ شَهرٌ یُضاعِفُ اللّه‏ فیهِ الحَسَناتِ وَ یَمحو فیهِ السَّیِّئاتِ وَ هُوَ شَهرُ البَرَکَةِ


রমজান মাস হলো আল্লাহর মাস। এটি এমন একটি মাস- যাতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা (বান্দার) নেকীকে বহুগুণে বৃদ্ধি করেন, গুনাহগুলো মোচন করেন এবং এটি বরকত ও কল্যাণপূর্ণ মাস। 

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৯৬, পৃষ্ঠা- ৩৪০, হাদিস ৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha