হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
شَهرُ رَمَضانَ شَهرُ اللّه عَزَّوَجَلَّ وَ هُوَ شَهرٌ یُضاعِفُ اللّه فیهِ الحَسَناتِ وَ یَمحو فیهِ السَّیِّئاتِ وَ هُوَ شَهرُ البَرَکَةِ
রমজান মাস হলো আল্লাহর মাস। এটি এমন একটি মাস- যাতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা (বান্দার) নেকীকে বহুগুণে বৃদ্ধি করেন, গুনাহগুলো মোচন করেন এবং এটি বরকত ও কল্যাণপূর্ণ মাস।
[বিহারুল আনওয়ার, খণ্ড- ৯৬, পৃষ্ঠা- ৩৪০, হাদিস ৫]
আপনার কমেন্ট